আমার কথাও রবীন্দ্রনাথ শুধু নয়, বাল্মীকীও লিখেছেন
কারণ
ভগবানের অনন্ত রূপ আমার আপনার সবার ভিতরেই সূক্ষ্মতায়
অবস্থান করছে। ভালোবাসায়। ভালোবাসা সর্বত্র।
ঐ যে আমাকে ঘৃণা করছেন, ভালোবাসছেন, তাচ্ছিল্য করছেন
সবের ভিতরে ভগবান ও ভালোবাসা লুকিয়ে।


সবু কিছু বলে দিলে আর পংক্তি সুখ থাকে না,
দীনতা না থাকলে উঁচ্চ শিখর স্পর্শ হয় না,
চাতক পাখির বাসা নিচে, ওড়ে সবার উঁচুতে


আমি কবি নই, চাতক নই, আমি একজন গ্রহ,
ভুল করে নাম দিয়েছো তার চাঁদ...