ঐ তো রঙিন পাখি, মাছ আর তোমার নুপূর
মিশছে নীল বসন্ত ক্যানভাসে।


জানলা দিয়েই দেখছি, দরজা বন্ধ এখন।


তোমার ক্লান্তি, হতাশা, না পারা, ভয়
মুছিয়ে দিতেই শীলা বৃষ্টি।


একটু বসে।
বলছি তো দরজা বন্ধ থাকুক
আমি তো কবিতার চুমুতে
তোমায় নব যৌবন দেবই...


দরজা সময়ের লক্ষ্মণরেখা
ওটা না থাকলে তিন কুড়িতেও
তুমি এতোটা মোহময়ী
অনুভব করতাম না দ্রৌপদী...