রোদ্দুরে ঢাকের আওয়াজ আরও তীব্র হতেই
শহরটাকে সবুজ মাখিয়ে দিলাম সযত্নে।
বিষণ্ণ কোলাহল পেরিয়ে মা চলে গ্যাছেন গজে...
ভ্রমের ভ্রূণে গ্রাস করছে একা প্রদীপ, বেদী ও ধূপ।
বছরীয়া সিঁদুর বরণ জলছবির মতোই
অশ্রু স্যানিটাইজারে বাস করছে, মন থেকে মনান্তরে।


বার্তালাপ স্নিগ্ধতায় মাখা এক কালজয়ী ইতিহাস।
গুছিয়ে রাখে ঐতিহাসিক ঢাকের কম্পনকণা,
সেও একদিন রোদ্দুরে এসে দাঁড়ায়...
হয়তো সে ক্ষণেই মিষ্টি জলে ইলিশের ঝাঁক
ঢাকের কাঠির মতোই ইচ্ছাতে জেগে ওঠে
বাঁচার পাহাড়ঘ্রাণ।


সমুদ্র-নোনা তখন বহুদূরে নিরঞ্জনের অপেক্ষায়...