নাট্যমঞ্চের অন্ধকারে ব্যাকড্রপ ক্লান্ত
ঢাকীর দল ফিরেছে হেঁটে-বসে বহুদূর,
দশমীর গন্ধ মাখা ইলিশ পাতুরি গন্ধ
তোমার হাসিতে আজও বড্ড সুমধুর।


মোটাফ্রেমি চশমার আড়ালে নদীবাস
বহুদিন ব্যাপী ভাতগন্ধের রাত থালা,
এ বয়সেও প্রেম নেমে আসে কলমে
উপন্যাসের কবিতা বড্ডরকম জ্বালা।


অজানা চাঁদে আমার শরীরফুল ফোটে
ঢাকী এখন রমনসুধার স্রোতমাদকতা,
কলকাতার কলপে লেগে অজগরী সাপ
তোমার জন্য বাঁচি, বাকিটুকু নীরবতা।


বুকের ঢাকে ফার্ন জন্মায় বয়সকালে
উৎসবের গন্ধ ঠোঁটস্মরণে প্রিয়মুখ,
পোস্ট আপিসের মাস্টার কাশ গোনে
উজান চিঠিঘরে ভাসিয়েছি পত্রসুখ।