রোদেলা বৃষ্টিতে সবুজ নেমেছে তিস্তা ব্যারেজে।
আজ ও বাড়ি নেই, বাড়ি ফেরার হিমালয় নেই,
একটু নদীর সাথে দেখা করলাম মেলা সন্ধ্যায়।
কতকাল কথা দেওয়া নদীকে বলা হয়নি বোরলি কথা...
ভাসিয়ে দেওয়া হয়নি প্রেমের অনন্ত ভেলা হাসি,
সেই সাঁকোর উপর পাগলামো হাসি, এলো চুল
বৃষ্টিবিলাশের সে সূর্যাস্ত আজ গভীর নীল, প্রিয়।


জীবনের হাইওয়েতে বদলে যাচ্ছে শক্তি-সুমন।
ভিড় করছে সুভাষ-শঙ্খ-সুনীল আরও অনেকে
সেদিনের দেব শিশুর রাস্তায় আলপনা আঁকাগুলো
ভুল করছে সুরকারের দল, অথবা মিছিলের মুখ
বিজ্ঞাপনের নীল সাদায় ভেসেছে ভেনিসের স্বপ্ন।


রাশিয়ার শীত, মাসাইমারার হাতি পেরিয়ে আবার
ব্যারেজের উপর দাঁড়িয়ে কাশফুল দেখতে দেখতে
নতুন শাড়ির গন্ধ, ধূপ আর শঙ্খধ্বনিতে বোধন হচ্ছে
আমাদের আজন্মশৈশবের।


এবার পুজোতে একাই অঞ্জলি দেব, অথবা দেখব
কী ভাবে, কী ভেবে প্রার্থনায় মেতে উঠতে তুমি।
শেষ সন্ধ্যার আলোতে তুমি ভেসে উঠছ
তিস্তা ব্যারেজে বা রাজারহাটের ফ্লাইওভারে...


তুমি নদী হতে হতে কিভাবে আকাশ হলে!