রাতের গভীরে যারা ফিরে গ্যাছে মণ্ডপ ঘুরে শৈবালশহরে, গুছিয়ে নিচ্ছে তারা গায়ের ভাইরাস ভবিষ্যৎ। সুপ্রভাতে আয়ু লেগে আছে স্নিগ্ধতার। মায়াবী সিঁদুর, নতুন শাড়ি গন্ধে জেগে উঠছে অমরতার সিংহল। মিথ বাক্যেরা হাতছানি দেয় না অঞ্জলি শেষের ফাঁকা মণ্ডপে। গুছিয়ে রাখা কলা বউ হেঁটে আসে। সত্য হয় আয়-ব্যয়ের চেয়েও বড় এক সত্য। সত্যের রাঁধুনি লুকিয়ে থাকে ভালোবাসার চিলেকোঠায়। এসো ছোটবেলা আকাশনীলে মেঘ খুঁজি। রোদ্দুর রম্যরচনা হলে মেঘ বাস্তব। কান্নারাই আগুন হয়েছে ঐ ত্রিশূলে। আমার বুকটা হঠাৎ কেমন যেন মহিষাসুর হয়ে উঠছে অ-কাল-বোধনে।