১.
রাস্তা পার হতে হতে দেখলাম
ঢাকির দল পার হচ্ছে রাস্তা এসপ্লানেডে।
বাস থামার পরই ব্যস্ততা। ট্রাফিক আইন অমান্য করেই—
পৌঁছতে হবে পুজোমণ্ডপে, দ্রুত পায়।
বোধন, অধিবাস, সংকল্প, ঘট প্রতিষ্ঠা, কুমারী পুজো,
সন্ধিপুজো, যজ্ঞ, নবমী নিশি, বিসর্জন
বদলে বদলে যাবে বোল-কাঠি।


২.
ছৌ নাচের বায়না আসেনি এবছর।
তবু পুরুলিয়ার লালমাটিতে
মহড়া চলছে, বুকে আশা রেখে।
পরের বার নিশ্চয়ই...


৩.
কাসর ঘণ্টা, ঢাকের সাথে ছৌ নাচের মিল খুঁজলে ভুল হবে।
মিল খুঁজতে হবে পেটের।
আমরা উৎসব করি, ওরা পেটের কথা ভাবে...


এক এক সময় মনে হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট মিথ্যা
অরণ্যের মোগলিকে ভীষণ প্রয়োজন শহীদ মিনারের নীচে।
© সোমাদ্রি সাহা 2020