চেরি ফুলের ডাল বেয়ে রডোডেনড্রন ভাসছে
শরীর-চোখে আজও কুয়াশা পলাশ শাখায় হাসছে
আমিও ফিরে দেখছি তোমায়, এ বুড়ো চোখের হাড়ে
যেতে চাই লেখা শেষে আঁচল চশমার ওপারে
শুক্র কতটা ভালো, কতটা প্রেম ছড়িয়েছে সফেন
জীবন বড্ড সংসারী, ভীষণরকম ভীত সারনেম।


তবুও তুমি সবুজ আলো, তবুও কণ্ঠের তাগিদ জাগে
এ দুপুরে গাইছি পূরবী, ভুল সময়ের রাগে...


আমিও ভেসে চলি, বাংলা বইয়ে মিশছে ইংরেজি
আজও বলতে পারো, ‘তুই বড্ড পাজি।’
কিছুই বলতে পারলে না, কিছুই বলা হয় না
জীবন আসলে গল্প নয়, চিরুনি ভেজা আয়না
আমার পেনের ডগায় লেগেছে অশ্রুকণা শিশির
এই পলাশ মরসুমে মাখিয়ে দাও খোলা মেঘের আবির
শুক্র কতটা ভালো, কতটা প্রেম ছড়িয়েছে সফেন
জীবন বড্ড সংসারী, ভীষণরকম ভীত সারনেম।


ভয় পেতে ভুলেছি, তোমার নদীর মতো স্রোত দেখে
ঘুমিয়েছি বহুকাল পরে, আদরটুকুই মেখে
ঘুমিয়েছি বহুকাল পরে, না মেলা অঙ্কের ভিড়ে
ঘুমিয়েছি বহুকাল পরে, আবক্ষমাখা ঠোঁটের কামড়ে...
ঘুমিয়েছি, ঘুমিয়েছি শান্তির অমোঘ বাণী
মন, মিটিয়ে দিলে না পাওয়ার সব গ্লানি।
শুক্র কতটা ভালো, কতটা প্রেম ছড়িয়েছে সফেন
জীবন বড্ড সংসারী, ভীষণরকম ভীত সারনেম।