কোনওদিন এমন হবে
ভানুসিংহ থেকে হঠাৎ দেখার বিবর্তন
এঁকে দেবো বাতাসে।
আমার খাতা কেনার টাকা নেই
বলেই তুমিও এড়িয়ে যাবে
লেকমার্কেট।
রূপসী বাংলা নয়
মহাত্মা কবিতার ভিন্ন স্বাদ
মাখাবো তোমার ভেজা ছাতায়।
সিঁদুর মেঘের আঁচলে
লিখে দেবো বইপাড়ার রেঁস্তোরার নাম।
সেদিনও এড়িয়ে যেতেই পারো স্বমহিমায়।


কিন্তু যেদিন আমার এপিটাফ পেরিয়ে যাবে
সেদিনও বলবে সব মৃত্যুর নাম অন্ধকার?