আমরা সব সংসারজীবী, ভাবছি দিব্য আছি বেঁচে
নতুন নতুন খাদ্য খাবো, ছবি তুলবো নেচে নেচে।


সাধ মিটিয়ে শীতের দিনে কচুরী, রসগোল্লা সন্দেশ চাই
রাত বারোটা জিলিপি হলে, আমরা সবাই মঞ্চ কাপাই।


কেবল নিজের ব্যাংক বুঝেছি, শান্তি খোঁজে ভ্রমণ প্ল্যান
জীবন আসলে সেই মহাকাব্য, উচ্চ নিচের মহা প্লাবন।


পদ্য দিনের ছড়াকাব্য, নিজের মতোই লিখবো যে
গরীব দেশটা খেতে পায় না, খোঁজ রাখে কে কবে?


আমরা এখন দেশ বলতে বুঝি বিষ মদ, বাবরি কেচ্ছা
নিজে বড় হতে চাই, সবটুকু ভুলে, বিশ্বশ্রীরই ইচ্ছা।


যোগ্যতমের উদবর্তন – এখন বড়ই কর্পোরেট থিম
আমি তো চাঁদের পাহাড়, জন্ম থেকেই মুখেতে নিম।


আশার কথা, আসা হয়নি, এ পথ ধরে মানবতায়
ফ্লাইওভারের তলায় ওরা, আজও ভীষণ তাতায়।


দিন তো দেবেন ঈশ্বর, বদলে দেবোই এ পৃথিবী
দেখবে তখন দেশ কেতারা, পাগল নয় হাবিজাবি।


দায়িত্ব নিতে জানি আমরা, দায়িত্ব নেবে কবিতা মেলা
কোন চোখ-মন কত বড়, জানি না, বুঝি মিটুক জ্বালা।


গরীব দেশেতে জন্ম আমাদের, গরীব হয়ে মরবো না
কবিতা লিখতে শিখছি যখন, বাংলা ভাষাকে ছাড়ব না...