তোমার চোখে চশমা, মুখে হাসির স্রোত
কিছু বাঙালি আসলে চুরিসাগরের বিমানপোত...


পেরিয়ে আসা পথে একবার ফিরে দেখো
কবিতা তো জলের মতোই সহজ, ভালোটি রেখো...


এড়িয়ে এসেছি সব, পেরিয়ে এসেছি মানুষগন্ধ
আজ শুনছি নাকি তেলের জন্য ভারত করেছে বন্ধ।


রোজ চুরি করে ফাঁক করে দিচ্ছে যে দেশ মাটি
সেই ভাসমান বিবেকের জন্যই তো এতটা আমরা খাঁটি।


সব গুলিয়ে যাচ্ছে, চিংড়ি ইলিশ তার পরে পুঁটি
একই লিঙ্গকে ভালোবেসে মানুষ এখন আস্ত স্প্যাগেটি।


তুমি নেই, তুমি আছো, তুমি দুলছো আমার সাথে
ঝগড়া, দ্বেষ ও বিভেদ শেষে কোলে বসে কথা প্রতিরাতে...


শুধু নাম চায় -- নিজের, আকাশের দূরত্ব যাচ্ছে কমে,
আমার মনের মধ্যেও পানিসাগরে অনেকটা জল জমে।