স্বপ্নের তাগিদকে আস্তিনে  লাগানোর দুর্গতিতে,
চকমকি পাথরকেই ভেবেছো পরশপাথর।
কিছু লোভ, কিছু প্রত্যাশার চিবুক হাসিতে, পেয়েছো খুঁজে
চুপ থাকার অঙ্গীকার। কটাক্ষ। বিশ্লেষণ। রম্য ঘটনা...
অথচ তুমিও সে সব কাজে শূন্য। তুমিও হেরেছো বন্যায়।
মৃত্যুকে স্পর্শ করনি বলে তুমি অমরত্ব পিয়াসী—
তুমি কালজয়ী নও বিষাক্ত হাসি।


এসো চির স্নিগ্ধতার ধ্যান করি রাম, কৃষ্ণ, রবি শেষে
তুমিও আজকের বৌদ্ধ।


পলিব্যাগের রাবণ-সূর্পনখার ভাবনার দোসর...