আমার কবিতা কেউ পড়েও দেখলো না।
মেসেজটা লিখে রবীন্দ্রসদনের দিকে তাকালো।
বাসের ভিড়ে আজ বসার জায়গা পেয়েছে দ্রৌপদী...
বাড়িতে সন্তান-স্বামী, মহাভারতীয় পরিবার।
ঘর ও কাজের সামাল দিতে দিতে
নতুন এক কবিতার আলেখ্য রপ্ত করেছে দ্রৌপদী।
অবাক নাম এ যুগে। অবাক শহরের ফ্লাইওভারও।
ফ্লাইওভারগুলোও ঠিক জানে না, কতদিন আয়ু।
সাতাশ বছরের বিদ্যাসাগর সেতুও জানে না।


অনেক না নিয়ে অফিস থেকে ফিরছে দ্রৌপদী
সামনে এসে দাঁড়ালো এক পুরুষ
সে হাসছে।


দ্রৌপদী বুঝল এই তো তার চিরসখা, কৃষ্ণ,
শুধু বাঁশীর বদলে ওর হাতে ‘পুওর ইকোনমিক্স’ বইটি।