মৃত দুর্গার সাথে দেখা হলো কাশবনে
ঘুমিয়ে পড়েছে মুখ। গাঁথছি স্বপ্নসুধা।


তবু জীবিত অরণ্যধ্বনি অনুরণন তোলে
আমি বিস্মিত, অবহেলিত, হারিয়ে ফেলি পথজন্ম
স্রোতজন্মের আকুল চিন্তা ভাসিয়ে নিয়ে চলে
অফুরন্ত মাদকতায়। নেশাতুর ভ্রাম্যমান।
বুক, ঠোঁট, নাভি সব পেরিয়ে আসি
পৌঁছাই মনের কাছে। ঘুমন্ত মৃত-মন জাগে
নীলাকাশে। শিউলিবিন্দু কণায়। প্রত্যাশিত।
দুর্গার কখনও জন্ম বা মৃত্যু হয় না।


আগমনী কেবলই মিথ, ভাসান তো পুরাণ কথা।
উমা ফিরছে আমার ক্যানভাসের ঘরে...
মা কালীর রক্তজবায়।