চা-বাগানের গন্ধে মিশছে সোনার স্বাদ
অভিযোগহীন দৃঢ় চোখ জানে -- দাঁতের মর্ম,
হাতছাড়া করনি ভালোবাসাকে।
মাটি, সবুজ, স্বচ্ছ জলরাশিতে
অবিরাম সংগ্রামের অবিচ্ছেদ্য অনুশীলিত চোখ
খুঁজে নিয়েছে পাঞ্জাবের কঠোর ট্রেনিংয়ের অ-আ...


হাসি কান্নার সন্ধিক্ষণে রূপকথার নাম স্বপ্না,
স্বপ্ন বাস্তবতার নিদ্রাহীন পাহাড়চূড়ায়
দীর্ঘকালীন দুর্গা সত্তা জাগ্রত
অবুঝ এ কাব্যে—গ্ল্যামার নেই
রয়েছে জেদ, রয়েছে পারতেই হবে--মন্ত্র।


দুর্গা প্যান্ডেলে বা তিস্তা, মূর্তি, করলায় নয়
দুর্গা জাগুক প্রতিটি নারীর অন্তরে...