জীবন ও লাশের দূরত্ব মাপতে ফার্লং নয়
দাঁড়াও চর্যাপদের রোদ্দুরে, কুয়াশা বিকেলে।
কবিতা ও ব্যবসার মাঝে দূরত্ব
আইসক্রিম ও ফুচকার মতোই।


কান্না ঢাকতে বৃষ্টি নামিয়ে আনছি পান্ডুলিপিতে
প্রেমকে ঘৃণা নয় তাচ্ছিল্য করি আজের আয়নায়।


দীর্ঘ কাব্য ও নম্বর কাব্যে
দূরত্ব আছে সাড়ে পাঁচ ঘন্টার।


কবিতার রাত জাগা চোখে
জেগে উঠছে যৌবন তোড়ণ।


আদররান্না নয়, এবার বালভোজন।
শব্দ লিখব, কবিতার দূরত্ব নয়,
ঠোঁটে হাসি নয়, চিৎকার মাখছি
সব দূরত্ব শেষ করব
জীবন ও লাশের নাভীমূলের।