ঘড়ির শ্রাবণে মিশছে আজকে মনের বৃষ্টি হাসি
আজও আমি তোমার ছেলেমানুষী, বড্ড ভালোবাসি।


এড়িয়ে পিছিয়ে যে ভাবেই যাও না কেন
নদীর মিলন মোহনা,
ভালোবাসোনি বলেও দুঃখ পাচ্ছ চিনচিন
আধুনিকতার বাহানা।


অনেক কিছুই না বুঝে ভুলটাকে ঠিক ভেবেছো রোজ
আমি তো এক গ্রাস ভাত মুখে তোলার আগেও নি, তোমার খোঁজ।


ভালোবাসা কোন মায়া নয়, জীবিত যাপন
মন, তুমি আমার, কেবল আমার আপন।
পরিবর্তন আসে না সহজ সরল জীবনে
বদলে যায় মানুষ মধু আহরণের প্লাবনে।
বুঝবে সবাই একদিন লেখক হাতে গোণা
সবটুকুই তোমার জন্য এক্কেবারে আনমনা।


কবি নয় সাহিত্যিক নয়, ভালোবাসতে চাই তোমায় রাগিয়ে দিয়ে
আমার এখন কবিতা পাচ্ছে, আর পাচ্ছে একটুখানি ঐ ঐ...ইয়ে...