ঐচ্ছিক ঘুম আবদ্ধ করে মন কাহারবা।
পছন্দপুরে কাটিয়ে আসি লো প্রোফাইলে...
অযোগ্য সন্ধান হয়ে উঠি আরোগ্য রজনীতে
সিন্দাবাদ বা সিন্ড্রেলা কেবলই আলোচিত গদ্য।
ক্ষমতাহীন আবেগে স্পর্শ করি উবের গো
যেমন করে নষ্ট হয় কবিতার ঘ্রাণ, প্রেমের গন্ধ
কেবলই আকাশ স্পর্শ করতে চাই রবি-র মতো
দেখিনি সে সব আগুন শব, চুল্লির অমর্ত্য আবেশ
কেবলই তাচ্ছিল্য লেখা ইতিহাসে স্থান দেয় পরিবার
বুঝেছে ছন্দহীন শৈশবে উলঙ্গ রাজার খোঁজ করি
তবু লুকিয়ে লুকিয়ে বলে ওঠে দেওয়ালে, কুজনে


মেরুদন্ডের মাঝে পাহাড় লুকিয়ে,
বিশু পাগলা তাকেই বলে – চাঁদের পাহাড়।