বাজারে মধ্যিখানে সাধারণ সকালের চোখে
বাটখাড়া -মাছের গন্ধ, সব্জি-কাদা
ভুলিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে।
জীবন্ত-মৃত মানুষ স্বপ্নকে
ব্যাগে করে ফিরছে বাসা-পাখিতে।


সন্দেহমন সাতে-পাঁচে নেই বলেই
সমুদ্র ঝিনুকই ঘর বেঁধেছে কবির দল,
অ্যাঞ্জেলের দাড়িতে হিজিবিজি কেটে,
ড্রাগসের খবরকে ইচ্ছা-চাপা দিয়ে—
কাশফুলের গন্ধে সকালকে ডাকছে।


পয়লা থেকে সাংস্কৃতিক ছাড় জেনেও
স্বামীর চোখকে অসুর ভাবছে দুর্গা,
শিবের মহামৃত্যুঞ্জয় বলতেই
দুর্গা এবার ঘুরে তাকিয়ে বলল—
‘দিল্ বেচারা।’