তুমিও একদিন বুঝে যাবে
ভালোবাসা ক্যালেন্ডারে কষ্টের পথ।
প্রেম থেকে সিঁদুর ফ্রেম আসলে মিথ
যাপনের আসল অঙ্গীকার স্নিগ্ধশান্তিতে...
কোলে মাথা, হাতে হাতটুকু সব নয়
এক গ্লাস জল এগিয়ে দিতেই পারতে,
বলতেই পারতে জামা দেবে অবহেলিতদের
এক-পশলা বৃষ্টি ভিজে জীবনকে বাঁচবে  
ছাড়ো ওসব কিছু
ফুচকাও তো খেতে পারতে আমার সামনে
হাসিটুকু দেখেও তো বাকি জীবনটা...


আসলে আমি অল্পটুকু চেয়েছিলাম
তুমি অনেকটুকু।


হলো না, হবেও না, পথ তো অনেক
আমি ঈশ্বরকে স্পর্শ করবো – এভাবেই।
আর তুমি, হারিয়ে যাবে আকাশে
কারণ তুমি তারকা।
অন্ধকারের পথে অনেক আলো আছে—শান্তি নেই।


সবাই সূর্য নয়, সূর্যের আলো নেয়
ইন্তেজার বেফিকার,
এহেসান হে একবার তো মুলাকাত হুয়া
ইন্তেজার মে...