সাধারণতন্ত্র দিবসে তুমি যে বিষ জড়িয়েছো গায়ে
আজ তা উজাড় করো ভারত দেশের সামনে।
ভারতবর্ষ নিজেও নারী। নিশ্চয়ই বুঝবে নদী কেন কাঁদে।
কেন প্রতিটি নারীর কষ্টরা বাষ্প হবে!
কেন মাংস ভাতের বাইরে বেরিয়ে আরও একটা নেতাজি
সামনে আসবে না গান্ধীজির ডান্ডি মার্চের মতো,
আরে ব্বাবা নেহেরু টুপি ধারী তো ভর্তি,
থাকুক, তবে আমরা নারী চাই
যে নারী শাসন করতে পারবে সমাজকে।


ঐশ্বরিক হতে হবে না নারী। এসো নারীগণ
মায়ের মতো আঁচল চাইছে দেশ,
নেটিজেনরা ঘুমাতে চায় তোমার গন্ধে


মা গন্ধটা মিসিং এই প্রজাতন্ত্রে
পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তি কেবল কাকেদের
পার্থক্য শুধু এটুকুই...