ইস্তাম্বুলে নৈঃশব্দের হাসি নেমেছে শহুরে তিলোত্তমায়
ভুল আবহে প্রেম দরকার সুনির্দিষ্ট,
কেবলই অভিনয় করার মতো ভালোবাসারা
আলেখ্য ছড়াচ্ছে পথে-ঘাটে-প্রান্তরে।
মন থেকে মন বলছে না—
কেবল আমার হবে।


আমি শব্দের মূর্তি গড়ছে শহর, তিলোত্তমা।


বাকিটা সবাই জানে, কারণ সকলেই ব্যবহৃত
কোনও না কোন ভাবে, ইস্তাম্বুলে...