জলের ভিতর জেগে ওঠে প্রতিশ্রুতি
চলে যাওয়া বালিপথ
ধূসর চিতাভস্ম,
নাবিক চোখের সূর্য।


আমার চোখে একটা মুখোশ হৃদয় তখন
পর্যবেক্ষণ করছে জীবনের।
সেখানে মিষ্টিঘ্রাণ নেই
রয়েছে
টাকার গন্ধমাখা ভবিষ্যৎ।


সকলে কবিতার আয়না খোঁজে
আমি খুঁজেছি বাস্তবতা,
মুখোশ ম্যাজিকে সবই সম্ভব
যেমন তুমি জীবিত
অথচ মৃত সময়ের আতুড়ে।