ভাত নামিয়ে রেখেছি কবরের বুকে
পরিযায়ী ইচ্ছেরা ফ্যানটাসির সুখে।
মাথায় আঘাত করে বুকের কথায়
এমার্জেন্সী লেখা প্রেমের গাঁথায়।
করোটি বায়ুতে কেবল মানুষ নাম
খুচরো দিও ক্লিওপেট্রাকেই দাম।
পাগল পাগল লাগে তোমার হাসি
পরিত্যক্ত, ডাকাতীয়া কারসাজি
বায়ুহীন এ জগতে স্নায়ু সর্বধ্বনি
তোমার আদরেই মণিহারা ফণী।
ঘন্টার সন্ধ্যা নামা মন মালিকানা
উপন্যাসের শেষ আগেই যে জানা।


সব শেষ বলেই তো সৃষ্টিরা বাঁচে
ভাত হয় বিষাদে, প্রেমঘ্রাণ আঁচে।
খাদ্যের জন্য কত গালাগাল শুনি
হরিবোলে ওঠে ঐ আমেনের ধ্বনি।
আজান স্রোতে বাসস্থানও চাই
স্বঘোষিত আমি সক্কলকে ভাবাই।
জ্ঞানহীন তুমিও তো শিশু কলোরব
জ্ঞানভিক্ষায় প্রিয় আজ করছ স্তব।
এসো প্রাণ, কর গান, আস্তিন ঠোঁট
পরিষেবায় ধর্ণা, পাঁচালীরই মোট।
একদিন প্রতিবাদে ফিরবে না তুমি
সুরহীন চাহিদারা বিসমিল্লাহ ভূমি।
ফিরছে সকাল নিয়ে তোমার হাসি
তোমার জন্যই কবিতাকে ভালোবাসি।


অন্য জন্মে তুমি-আমি গাছ অন্তজ
বাকি আয়ু মন, কেবলই প্রেমজ।
গল্প লিখব এক, পাঁচ পাতা জুড়ে
চুমুরা লেগে থাকে বিষাদের সুরে...