এখন ঘুমিয়ে থাকার উৎসব।
কেক পেস্ট্রি বরফ হাসির মাঝে
আনন্দ হোক লোক দেখানো পার্কস্ট্রীটে।
আমার গ্রামের বাড়িতে প্রচন্ড শীত।
কম্বলে মাটির ঘরের কনকনে ভাব
কাটতে চায় না বাংলায়।
সবাই ফোরজি থেকে ফাইভজিতে যেতেই পারে
আমি ঘুমিয়ে থাকি
কাল সকালে নবান্নের ধান তুলব বলে।


মেনে নিয়েছি মাঠ-ঘাট-পথের রাঙা ধুলো
ঘরের পেট ভরানোর অন্ন
আর বেঁচে থাকা।


বিষাদ শেষ হলে নতুন বছর আসবেই।
নতুন জীবন।
আমার শরীর তখন কোন এক ভাট ফুল...