খবরের চ্যানেলের চারিদিকে টাকার পাহাড়,
অনেকটা গুহা লেগেছে ডাইনোসারের দাঁতে,
ঘুষের রক্ত মেখে নিচ্ছে রাষ্ট্রযন্ত্রের কয়েকটা চাবি
বানিয়ে ফেলছে সাম্রাজ্য,
আর সাধারণের দল ভিক্ষা চাইছে রোজ।
মাস গেলে পাঁচশো টাকা।
ভোট কেনার অনন্য উপায়, লজ্জাহীন বাংলায়।


এভাবে ভারতবর্ষ বেড়ে উঠতে পারে না,
এভাবে ভারতবর্ষ প্রশ্বাসনিশ্বাসে
জন্ম দিতে চায় না সবুজ প্রান্তর।


বাংলা ভাষা ছন্দময় পরিশুদ্ধ কবিতা চেয়েছিল
তৃণমূলের এই লালাময় লোভ
দেখতে চায়নি বাঙালিরা।


এর পরেও চোরের পিসি বড় বড় কথা বলবে,
চুপ করে থাকব আমরা।
বলার সাহস নেই
রানী তোর দেহে ঘৃণ্য ঘা হয়েছে
পুঁজ জমেছে মা মাটির অট্টালিকায়...


টালির ঘর দিয়ে দোষ চাপা যায় না
ভারতবর্ষে।