অলস অন্ধকার মেহগনিতে নক্ষত্র লেগেছে।
দারিদ্রতার মেকআপে শুকনো পাতা,
বাদামী লিপস্টিকে নববর্ষের শুভেচ্ছা
আর না বলা সূচিপত্রে
দুটো নয় একটা কবিতা।


সম্পাদক খালি সাদাতে স খোঁজে,
স্ত্রীর চোখের জল বোঝে না।
স্ত্রীর পত্র যেদিন টিয়ার বাসা থেকে
টুক করে মসনদের গদিতে পরবে
অফিসের এসিও বন্ধ করে দিতে হবে।


সব বন্ধ না করলে জানলা পাবে না।
জানলা না পেলে মুক্তির পথ
পৃথিবী শপথ, গণতন্ত্র
সব মিথ্যা ।


সত্য কেবল, তোমার চোখের জল
সারাদিনের সংসারের ঘামকষ্ট।