ঘুম আসছে। প্রচন্ড বর্ষার স্পর্শে...
প্রকৃতি খাল-বিল ভরে গেলে
আমার ঘুমশীত আসে তোমার জঠরে।
কোলের আঁচলে অপেক্ষারত উবের যাত্রী
রাইডে জীবনচক্রের মতো
অবুঝ না-কবিতাকে স্কটিশ চার্চ মনে করে
বেথুনের মোড়ে দাঁড়িয়ে থাকা স্বপ্ন
চা-বাগানের ডুয়ার্সে মিলিয়ে যায়,
অছিলায়। অকরুণ। অনির্দিষ্ট।


ফিরে আসি আমার কেউ নেই জেনে
ময়দানে। নন্দনের চত্বরে চা খেয়ে ভাবি
আমিও কবি হতে পারতাম
যদি তুমি আমায় তাচ্ছিল্য করতে।


তুমি শুধু ছবি হয়েই থেকেছো বাইশে-পঁচিশে...