আগ্নেয়গিরি জানে
সে জেগে উঠলে
অনেক মহারথী ঘুমিয়ে পড়বে।


তাই আরেকটু ঘুম
আরেকটু অবসর
আরেকটু শান্ত পরিবেশ।


এরপর তো প্রলয় হবেই,
প্রলয় না হলে
নতুন সৃষ্টি হয় না কবিতার।


জীবন যেখানে নিরুত্তাপ
কবিতার রাজপথ শুরু সেখানেই
এক মুক্তবিহঙ্গের আলাপচারিতায়।