আঘাত, আঘাতের উপর আঘাত
তার উপর আরও আঘাত।


পাগলের মতো মধ্যবিত্ত সমাজ
শান্তি চাইছে পূর্ণিমা চাঁদের চিতায়।


চিতায় বা কবরে যেন ওয়াল্ডার বিস্ট
বৈশাখী তুলছে শকুনের ঠোঁটে।


মসনদ এখন মারপিট করছে
সিংহ, হরিণ, জেব্রা, লেপার্ডের মধ্যে।


এ তো কলকাতা নয়, তানজানিয়া।