ট্রেন কুয়াশার স্মৃতি মাখিয়ে শহরনামার দিন
তোমার গন্ধে পরিযায়ী মন, বড্ড যে প্রাচীন।
স্নান সকালে স্বপ্ন রিপোর্টে পাঠক ঠোঁট লেগে
চাঁদ পাহাড়ের মন নদীটি ভীষণরকম জেগে।
আরশিধানের ভুল বানানে চরিত্ররা ফাঁকি
আমরা কেবল নাবিককথায় শূন্য বৈরাগী।
পরীক্ষা নাও টাইমজোনে, গোমরাথেরিয়াম পোজ
সরস্বতীর আগেই আমার চাই চুমুপোকার ডোজ।
হৈ হৈ হৈ, রৈ রৈ রৈ অনলাইনে বই বিক্রির ধুম
বড্ড খালি সৃজন মনন, মনের ফ্রেমের ড্রয়িং রুম।


বাহানা করেই তোমার হাতে আলতো আদর বালি
পাখিও জানে সূর্য আসলে পৃথিবীর একমাত্র মালি,
বাকিটুকু শুধু সাজিয়ে রাখা, পাঠক ক’জন থাকে
বইশিল্প কারবারি আজও, দুষ্টু, মনকাহনের ফাগে...