গ্রাম নয়, শহরের পথেই
এদিক ওদিক তাঁকিয়ে থাকে
পলাশ, রক্তকরবীর খোঁজে।


গন্ধের বাউল হয়ে ওঠে
রান্নার গরম ভাত শুনতে পেলে।
তবু অনেককাল
মন্দির মসজিদ গীর্জায়
যাওয়া হয়নি গোঁসাইয়ের।


কালবেলায় উঁইপোকার সংসারে
অক্ষর দ্রাবতায় হারিয়েছে।


রবীন্দ্ররচনাবলীর ১৭ তম খন্ড সেলফে সাজানো বাকি,
সম্পূর্ণ হলেই সূক্ষ্মতর হবে দেহ
অচিরেই
একজীবনের শান্তি পাবে গোঁসাই।