কবিতায় উপন্যাস খুঁজে
জন্মদিন হারিয়ে
চিতাকাঠের পাশে বসি।


মৃত্যুর পাশে গন্ধ জন্ম খুঁজে
হেসেছি উন্মাদের মতো।
ঘাসের রক্তে সবুজ লেগে
সবুজ লেগে ইতিহাসেও।


ইতিহাস লাল হলে
লেখা থাকত চুমু গহ্বর।