জোনাকি সন্ধ্যায় বিপদ নামে জ্যোৎস্নার
তোমার অন্ধকার কান্না
স্পষ্ট হয়ে ওঠে ভালোবাসায়।


আমিও চুপ করে যাই রাতফুলে।


ভালোবাসা কাঁদাতে জানে,
রমণে বা বিচ্ছেদে।


পাহাড়িয়া ইচ্ছাসুখ এজন্যই
সৃষ্টি করেছিল নদীকাব্য।


শীতল গভীর রাতে সে সবই
কল্পনার গ্রিলজ্যোৎস্না।