মাথার দিকটা বরফ,
মাঝে গাছপালার লোম বন
নীচে নদী

পায়ের কাছটা লাভা।


এমন সব প্রাণীরা
পৃথিবীর জলে
নৌকোতে বাস করে।


এখন মানুষরা চাঁদে ও মঙ্গলে
এখানে তুষার কাল
এখানে সমুদ্র বাস
জাহাজহীন সমুদ্র
দেশের মানচিত্র নেই।


সকলে শব্দ করে কথা বলে
অজানা ভাষায়।


শব্দগুলো বড্ড জলপ্রিয়।