পিঁপড়ে দল গুছিয়ে নিয়ে ভবিষ্যতের কাব্য
একটু পরেই ফণী ঝড়ে, গড়িয়াহাটায় নাব্বো।
বাস ড্রাইভার বলে দিয়েছে ওসব তো ভন্ডামি
বাঙালি আসলে মুখ বাতলানি, ল্যাদে-আলসেমি।
গেল গেল বলে রব তুলে দেয়, কামচোর সব
এদের জন্য রবি মাস গাইছি, সন্ধ্যার উলু-স্তব।
ফালতু ছেলে পাড়া মোড়ে ভোটের কথা বলছে
তাই শুনে বিপক্ষ দল, হরে কৃষ্ণ গেয়ে জ্বলছে।
নীতিহীন সব আদর্শ কথা, নীতিহীন সব বাণী
সব লেখারা কবিতা নয়, বিশেষণহীন হয়রানি।
অপূর্ব, অনবদ্য এসব শুনতে চায় না প্রকৃতি-মা
উন্নতির আধুনিকতায় শিল্পায়ন নিয়ে ভেবে যা।
আসলে শস্য শ্যামলা স্নিগ্ধ প্রকৃতি ফিরবে আবার
নতুন পৃথিবী পশু পাখিদের হবেই তো সবার।
মানুষ জাতি থাকবে না আর, দূষিত এক মন
জানে না কী করলে, কতটুকুতে সত্যযাপন।
ধ্বংস করছে প্রকৃতি রোজ, ধ্বংস করছে ছবি
দুঃখদিনে লিখেই ফেলল অজানা না-কবি।