রাতের গভীরে পর্দার এপারে আলোর আভা
ক্লান্ত দোকানদারীকে পিছনে ফেলে
ভাসিয়ে নিয়ে যায় নদীর ধারে।


জলস্রোত, শীতল চুল উড়ে চলে
তোমার শিহরণ,
গর্জনের হাওয়ায় মাতাল হাতির দল
পটকার সাথে আদিবাসীর শব্দ
সব মিলে মিশে উৎসব করে
আমার আস্তিনের ভেজা রুমালে।


বুক পকেটে অসমাপ্ত চিঠি
ভাসিয়ে দিই নৌকো মাঝির কাছে।
আমার ভালোবাসার চাঁদ
জ্যোৎস্না ছাড়াও জেগে আছে। জেগে আছে।


দোকানের পর্দায় কালো কালি
অশান্তির পারিবারিক অশ্রু মুক্তোরা
ঘুম নিয়ে আসে স্বপ্ন পরীর দেশে।


ভিক্টোরিয়া তো কলকাতার
আর তুমি
কেবল আমার, কেবলই আমার।