হিসাব পুনরায় নদী উৎসেই গন্তব্য
সৃষ্টির ক্ষণজন্মার সাতকাহন অস্তমিত
মায়াহীন চাঁদও ইডলিসম-দক্ষিণা
প্রাচীর-চীন জানে শ্রমের মূল্য শূন্য, লালতন্ত্রে
স্বপ্নের স্বাধীনতা আছে অস্তিত্বের উত্তরণে।
না বোঝা সমাজ আলোকে উৎসব ভাবে
উৎসবের আধপেটাকে খোড়াক করে, হাতে হাত
এগিয়ে চলে গান, একনিষ্ঠ সরোবর, সবুজ ছায়া
প্রেমের সুরে মিলছে মন্ত্রের এক ঘন্টা, অচেনা-অজানা


আমার বুক থেকে রক্তের বুলেট মিশছে সোঁদা বাংলায়
ধন্যবাদহীন এক জন্ম, ব্যর্থ চোখ, ফ্রেম-কাট-অ্যাকশন
থামবে না দক্ষিণেশ্বর বা কেদারনাথে, কাব্য তো কুয়াশা
শীতের শিউলিতে মিশছে বিন্দু, মূর্তি নদীর কাব্য-উজান...