কিছু কিছু কথা, ব্যথা, সাজিয়ে নেবো আমি
বাকি সুর দেবে গোপন কলম, জানে অন্তর্যামী।


চুপিসারে সংলাপেরা হারিয়ে যাচ্ছে রোজ
তোমার চোখ আমার ঠোঁটে অলীক খোঁজ...


স্মার্ট লাইনের হাহাকারে তুমি মরূদ্যান
বৃষ্টি আমরা দুজন করছি কেবলই স্নান।
স্তবকের পরে স্তবক জুড়ে সবুজ অরণ্য
কোথায় গেলে তুমি আমার সে লাবণ্য...


কথোপকথন, সুরের স্রোতে মিশছে নিরুদ্দেশে
আবার চুমু তোমার জন্য, তোমাকেই ভালোবেসে
কাছে এসো, মনপ্রাণ, চেয়ে নাও সুখকান্নার কোল
জগ্গনাথই জানে রহস্যনিমাই, বল রে হরিবোল...