আলো জমে ওঠে প্রজাপতির চোখে।
দূরে শুয়োপোকা, আর জোনাকির অরণ্য...
নিশ্চয়ই সেও আলো পাবে শরীরে,
সেও উজ্জ্বলতম সৌন্দর্য্যে
ঘুম পেরিয়ে দার্জিলিং পৌঁছে যাবে।
এটুকুই তো কথা ছিল, মনে মননে।


ইচ্ছারা এভাবেই একদিন
পাখি সূর্য বা মেহগনি গাছে
খুঁজে নিয়েছিল তামাকসৌন্দর্য্যের আভাস।


পুরুষের কান্ড ঠোঁটে
এসব লেগে থাকে,
তাই তো আজও নারীর দল
মাস্ক সরিয়ে লিপস্টিক মাখে।


কষ্টদাগ ঢেকে রাখাই শ্রেয়...