শহর খেয়েছে গিলে, তবুও তুমি আমারই
কিভাবে ভুলব তোমায়, অজানা উত্তর।
দেখা হবেই—
দেখা তো হবে কারুকাজের বসন্তে
সোনা ঝরা সীমান্ত জুড়ে, স্বর্গ মনেরও গভীরে
এক সুখপাখি ছড়িয়ে আছে,


এসো, সে পায়রাদের উদযাপন দেখি
তোমার ঠোঁট, মুখ, চোখের হিরা জুড়ে
দার্জিলিংয়ের ম্যালে।
এখানে আজ ভিড় কম কিন্তু উষ্ণতা বেশি।