আবার সকাল হবে সন্ধ্যার সূর্য পেরিয়ে
কত জীবন তুমি যাবে আমাকে এড়িয়ে!


চুপ করে বসি দেওয়াল কবিতায় রোজ
কবরের পাশে থাকে ফুল, নিও না খোঁজ।


মৃত্যু অনেক কাল আগেই, বিধবা কাব্যে
এই কনকনে শীতেও বৃষ্টি যে নামবে।


মাংস, মাছ আজ কেবলই লোক দেখানো
হারিয়েছি শহুরে পথে, সব পথ খোয়ানো।


আশাহীন আশা নিয়ে বসে আছি নদী
ফোন করো ইচ্ছে মনে পড়ে যদি...