নাটক শেষ, ফিরে গ্যাছো বাড়ি
প্লাস্টিক মুড়ে সুখ স্বর্গ সংসারি।
করোনার শেষে ইতি লেখা থাকে
শুভেচ্ছা শেষে মৃত্যুই মনে রাখে।
এই যে সিনেমা বানাও কল্পনা সব
সত্য, কান্না, চুমু হাসির মিশ্র স্তব।
সবই বড্ড ক্লিশে, কন্টেপ্মোরারি
ফিরব আবার হাসি মুখে, তাড়াতাড়ি।
এসো মহাকাল, গ্রাস করো আয়ু
শুনেছি আত্মাই ভূত, ভূতই বায়ু।


ব্লক হয়ে গ্যাছে কপাল, হার্ট সব
ডাক্তার ভাগ্য ফেরাবার পাইনি জব।
চাষী বিপ্লব, কৃষক আন্দোলন হয়ে
ইতিহাস নদীতে যাবে পাতা বয়ে,
তবু মসনদে কোটি টাকার খেলা
বাজে লেখা! কী বলো কবিতার মেলা...