সুশীল দত্ত মর্নিং ওয়াকে সংখ্যা গাছের সামনে
দাঁড়িয়ে এদিক ওদিক দেখে টুক করে শূন্য সংখ্যা
চুরি করে নিলো কবিতা লেখার জন্য।


কবিতার মাঝখানে শূন্য সেট করবে কেমন করে
এ তো ট্রায়াল ব্যালেন্সের জীবন নয়
ব্যালেন্স শিটে গড়মিল করে কর জমা বা মুকুব নয়
এ হচ্ছে কবিতা।


কবিতা শেষে তৈরি হলো। শূন্য যথা স্থানে বসিয়েছে।


একটা কাক এই শূন্যকেই ভাবলো ডিম
একজন চশমাওয়ালা ব্রিজ খুঁজতে লাগলো
ঐ সোনার কারিগর আংটির মাপ
একজন সাইকেলের চাকা
অন্যজন জলের গামলা


বড্ড গরমে মাথাটা পাগল করতে
বিষয় লাগে না
ভালো কবিতা লাগে না
শূন্য একটা বুকই যথেষ্ট।