থির হয়ে যাই কদমমাসে
শরতের মেঘ, গাভীর সাথে
অক্লান্ত অশথ কিশোর পাতায়
ঘ্রাণ সঞ্চার করে গন্ধবিতানের।


ননীবাছুরে আগলহীন স্বর
কুয়োর বালতিগান
চোরকাঁটার আদরভাষা
হৃদিবাবলাকুসুমে
জাগায় ভোরের আলোরং।
সিঁথির রং তো আলপথে ছড়িয়ে।


এবার ফিরব সেই আলপথে
চাষ আবাদের শেষে
জলপাই কুয়াশায়...