গামছা ধানের ক্ষেতে আমরা নদী হয়ে উঠি
দুর্গার কাঠামোতে অন্যপুজোর গন্ধ, অসহিষ্ণু...


মনন মস্তিষ্কে লেগে যায় সীমান্তরেখার ঘ্রাণ
ছাগলছানার মধ্যে লুকিয়ে থাকে গৃহীত-অশ্লেষ।


দেরি হয়ে যায় ঘরে ফেরার সূর্যফলকে, এপিটাফ
তুমি না বুঝেই অসুখ বাঁধিয়ে রেখেছো ভীষ্ম,


এখন ফিরছি চারুলতার কাছে, তুমি শিখন্ডিকে
বুঝিয়ে দাও – প্রেম কোনও খেলা নয়, যাপন...