মৃত শহরের টেবিলে লেগে থাকে রাজনীতি পালক
শুভেচ্ছা সহানুভূতিতে মিশছে গর্বেরই আলোক।
অলোককে ছেড়ে যেতে হবে দীপা, না ফিরবে রাতে
আমি তো দিব্য আছে ব্যাচেলার, এই মাঘের সাথে।


বদলেছে শৈলী, বদলায়নি কবিতার বাসাগুলো
ফোন শুনতে না পেলেও বার্তা মনকে ছুঁলো...
চিড়েতে চন্দ্রবিন্দু নেই, মৃত্যু তো মশলা মুড়ি
বউ জানে শীত স্নান তেমন নয় যে বাহাদুরি।


ফিরছি গ্রামের পথ বেয়ে, নিজের মতো রোজ
গাছের সাথেই সেল্ফি ছায়া, যাপনচুমুর খোঁজ।
হারিয়ে যাচ্ছি, ফেরত আসা কাজে, অস্থির দিন
জন্মাতে চাই না আর, নেই আর ভাষার ঋণ।


এই পৃথিবী আমার কোনদিনও ছিল না যে
দেশ করছে কাকা আর শুনছি, দরজায় কে...
হাফিয়ে যাচ্ছি প্রতি বইমেলায়, বইয়ের কাজ
নগণ্য এসব, এতে নেই গ্ল্যামার, বরেণ্য সাজ।


আমরা ফিরতে চাই ভালোবাসার কাছে রোজ
বাস্তব বড্ড কঠিন, নেয়নি চোখের জলের খোঁজ।
মন নেই কাজে, ইচ্ছে জড়িয়ে থাকি আপনজন
বুড়ো কন্ঠ ইউরেকায় বলে ‘ভাঙেনি সংগঠন।’


স্টলের নম্বর জেনে নেয়, অচেনা সেল্ফি জোন
কবি বোঝার আগে রোবোট, শুনুন লালন...