শূন্য কফিনে রোজ এসে ঘুমাই
সকাল হলে আবার জেগে উঠি।
কাজ বলতে স্বপ্ন দেখা।
চিৎকার করে উঠি বাংলা ভাষার জন্য...


অনেকে গালাগাল দেন।
অনেকে ভালোবাসেন, বেশিরভাগ এড়িয়ে যান।
অনেকবার বলেছি, আমরা রাজনৈতিক নই।
তবু সকলে বলে যায়, রাজনীতি তো ঘরেও আছে।


রোজ রাতে শূন্য কফিনে গিয়ে শুই।
না শুলে লেখা আসে না কালজয়ী।
উপন্যাসের নাম ড্রাকুলাকাব্য।


কেন উপন্যাসের কাব্য,
তা জানতে হলে আসুন পূর্ণিমা রাতে
নিমতলার কাছে। অমাবস্যা বড্ড ক্লিশে।
বরফ ঘরের শীতল দেহ পৌঁছে দিয়েছি এখানে।
মর্গ থেকে পৌঁছে দেওয়াই আমার আসল কাজ।
এখানে চুল্লী জ্বলছে,
মৃতদেহ দাহ করছে এক মুসলমান ভাই...