রক্তিম আকাশে ধূসর ক্ষেত আর রক্তাক্ত শরীর
নিশ্চিহ্ন মানবসভ্যতার মাঝে আমি ও তরবারি।
ধ্বংসের মালিকানা কেনার সামরিকতা নেই সভ্যতার
স্তরীভূত হোক জীবাশ্ম গ্রন্থিতে—এ আজিজ প্রাণ।


তরোয়াল আর আমি,
কেউ নেই বাহবা দেওয়ার মতো।
আত্মীয়, স্ত্রী ও প্রতিবেশিরা সকলেই কুয়াশা।
তবে কি আমি লক্ষ্ণী-নারীর জন্য অপেক্ষা করব
নাকি শিশু নেমে আসবে যীশুর আলোক পথে,
কিসের অপেক্ষা!


সাম্রাজ্যের জন্য যখন সকলকে হত্যা করেছি
তখন কী হবে এই প্রাণকে আজিজ নামে ডেকে...
না না না, কবর বা দাহ নয়
আমার শরীর খুঁজে নেবে জীবন্ত লাভা,


সুপারী কিলার বা বুলেটে তো মানুষ মারা যেত পৃথিবীতে।