প্রতি নিয়ত আমি তোমার কথা ভাবি।
আচ্ছা সূর্যও কী এমন করে নদী পাহাড় চাঁদের কথায়
নিজের অনেকটা সময় কাটিয়ে দেয়!


এসব জানি না বলেই হয়তো
তোমার ঠোঁটে বসবাস করি।
বাজার যাই, অফিস যাই
জন্মদিনে তোমায় শুভেচ্ছা জানাই।


তুমি কী এসব অনুভব করো!


তুমি কী বুঝতে পারো।


তুমি কতটা দামী
আমার মনের গুহায়।


এসো এক শীতের রাতে,
তারপর সারা জীবন কম্বলের ওম দেবো
কবিতার মতোই।